জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। বঙ্গবন্ধু তাঁর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নামানুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন রাসেল। শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা;মুজিব,বোন শেখ হাসিনা,শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশি-বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়।তখন রাসেল ;ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। সেই ১৫ আগস্টের বেদনা বুকে নিয়ে, শোককে শক্তিতে পরিণত করতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর ২০২৩ বুধবার পপি;শহিদ শেখ রাসেল দিবস পালন করবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে পপি কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়া, সকাল ১১.০০ টায় শহিদ শেখ রাসেলের শিশু কিশোর জীবনের উপর আলোকপাত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাদ যোহর পপির প্রধান কার্যালয়সহ শাখা কার্যালয়গুলোতে শহিদ শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বাদ যোহর পপির প্রধান কার্যালয়সহ শাখা কার্যালয়গুলোতে শহিদ শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে বিকেল ৪.০০ টায় চিত্রাঙ্কণ,কবিতা আবৃত্তি,সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে পপি ।